বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু
আবার আলাদা দৃষ্টি, টেবিলে রয়েছে শুয়ে
পুরোনো পত্রিকা
প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে
দুটি পা-ই ঢাকা
এপাশে বোতাম খোলা বুক, একদিন না-কামানো দাড়ি
ওপাশে এলো খোঁপা, ব্লাউজের নীচে কিছু
মসৃণ নগ্নতা
বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায়
কারা ফিরে আসে
বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদেশ ভ্রমণে।
আপাতত প্রকৃতির অনুকারী ওরা দুই মানুষ-মানুষী
দু‘খানি চেয়ারে স্তব্ধ, একজন জ্বলে সিগারেট
অন্যজন ঠোঁটে থেকে হাসিটুকু মুছেও মোছে না
আঙুলে চিকচিকে আংটি, চুলের কিনারে একটু ঘুম
ফের চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময়,
সময় ভিখারী হয়ে ঘোরে
অথচ সময়ই জানে, কথা আছে, ঢের কথা আছে।
Advertisements
কবি সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে……………
সুনীলের কবিতার জন্য ধন্যবাদ
প্রথম বসন্তে ‘প্রেম’… …
সুমন রায়
একসময় প্রথম বসন্ত এলঃ
মূল্যবৃদ্ধির বাজারে ঝাড়বাতি জ্বালানো সম্ভব হলনা;
অতঃপর আম্রমঞ্জুরী এবং গ্রামীন সন্ধ্যাপ্রদীপের
আলো মেখে নিয়ে, বেরিয়ে পড়লাম স্ট্রবেরীর সন্ধানে।
পথে যেতে দেখি – একটি অতি সাধারন খড়কুটো পড়ে আছে,
পেট্রোলের যা দাম তাতে নীল আগুনে পোড়ানো যাবেনা –
তাই ভাসিয়ে দিলাম নীল সাগরের স্রোতে ।
তারপর অনেক মরীচিকা ধাওয়া করে, ক্লান্ত হয়ে শেষে
ফিরেছি বাড়ি ফাল্গুনী চাঁদ দেখে । এ কী ভালোবাসা ?
নাকি রুপালী আলো আছে সিটি গোল্ড বেশে ?… …
তবু খড়কুটো হয়ে উড়ে যেতে হয় , পাখীর ঠোঁট ভালোবেসে ।
(৯/২/২০১২, মেদিনীপুর)
“It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.”
onek sundor
আসলেই কথা আছে অনেক কথা বাকি আছে ।
sundor
সুনীলের কথা কি এখনো ফুরায় নি| কি জানি?হয়তো অন্তকাল পযন্ত থাকবে|
vaaaaaaaaaaaaaaaaaaaatgg
অনেক ভালো লাগলো!
Reblogged this on amritamononoke and commented:
kotha achhe
Osojo sundor 1ti kobita
varun ek anuvhuti
Asadharan