আল মাহমুদ


আল মাহমুদ ১৯৩৬ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তিনি বাংলাদেশের অন্যতম প্রধান কবি।কাব্যগ্রন্থ লোক লোকান্তর(১৯৬৩) সর্বপ্রথম তাকে স্বনামধন্য কবি দের সারি তে জায়গা করে দেয়। এরপর কালের কলস(১৯৬৬),সোনালি কাবিন(১৯৬৬),মায়াবী পর্দা দুলে উঠো(১৯৬৯) কাব্যগ্রন্থ গুলো তাকে প্রথম সারির কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত করে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পর তিনি গল্প লেখার দিকে মনোযোগী হন। ১৯৭৫ সালে তার প্রথম ছোট গল্পগ্রন্থ পানকৌড়ির রক্ত প্রকাশিত হয়। ১৯৯৩ সালে বের হয় তার প্রথম উপন্যাস কবি ও কোলাহল। আল মাহমুদ সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরে তিনি দৈনিক গণকন্ঠ পত্রিকাত সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন।তিনি আওয়ামী লীগ সরকারের সময় একবার জেল খাটেন ।পরে তিনি শিল্পকলা একাডেমীতে যোগদান করেন এবং পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

8 thoughts on “আল মাহমুদ

      • যেখানে আমি নেই
        – মাসুদ রানা

        সূর্যের আলোর মত চারদিক
        ঘিরে রাখতাম তার।
        জোস্না হয়ে কত্ত খেয়াল রেখেছি,
        ইচ্ছে মত জল ঢেলেছি –
        চৈত্রের খরতাপে।
        বসন্তে ঢেলেছি হাজারো ফূল,
        কবিতা – গান।

        সে কেবল হাসত,আর
        তার হাসির উচ্ছ্বাসে কেঁপে যেতো সারাটা বিকেল।
        আমি বৃষ্টির মত গলে পরতাম,
        তার হৃদয় পর্যন্ত।

        এতটা কাল পর,
        আজ সে সুখে থাকতে চায়।
        আরেকটা আকাশে,
        যেখানে আমি নেই।

  1. কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, রম্যরচনা ও চিত্রশিল্প নিয়ে প্রকাশিত সোঁদামাটি- সাহিত্য পত্রিকা পড়ুন। Facebook পেজে গিয়ে লাইক দিন। Facebook:https://www.facebook.com/pages/Sondamati/1459241480975013?ref=br_tf
    Website: http://www.sondamati.com

কেমন লাগলো জানান আমাদের