কবিতার বিশাল ভান্ডারে আপনাকে স্বাগতম


কবিতা আর কবিতা। একটা সময় এমন ছিল যখন কবিতা পড়তে হবে শুনলেই মাথা খারাপ হয়ে যেত। স্কুলের বইগুলোতে ‘কবিতা’ কে শুধুই বাংলা পরীক্ষার একটা অংশ হিসেবে বিবেচনা করা হয়। নম্বর পাওয়ার জন্য গোগ্রাসে মুখস্ত করে যেতাম। স্যাররা কি সত্যিই কবিতার আসল রূপ আমাদের সামনে তুলে ধরতে পারতো? জানিনা। তবে কবিতার সাথে সত্যিকারের পরিচয় হতে বেশিদিন সময় লাগেনি। বাংলা কবিতার যে বিশাল ভান্ডার রয়েছে তা আর যেকোন ভাষার সাহিত্যভান্ডারের তুলনায় কম নয়।

এই ব্লগটি বাংলা সাহিত্যের সেই সব কালজয়ী প্রতিভাবান কবি ও সাহিত্যিকদের কবিতা দিয়ে গড়ে উঠেছে যাঁরা বাংলা ভাষাকে তাঁদের অমর সব কীর্তি দিয়ে সমৃদ্ধ করে গিয়েছেন। ব্লগটিতে খুব শীঘ্রি তাদের জীবনী সম্পর্কেও তুলে ধরা হবে। ভাষা দিয়ে কবিতা বিচার করা যায়না তাই, মূলত এই ব্লগটি বাংলা কবিতার হলেও, বাংলার পাশাপাশি অন্যান্য ভাষার কবিতাও এখানে ঠাই পাবে। আর এই ব্লগটির নতুন ব্যবহারকারীও যোগ করা হবে। কারণ আমাদের একার পক্ষে এই কাজ করে যাওয়া সম্ভব হচ্ছেনা।

আর কথা নয়। পড়ে দেখুন কবিতার খাতা।

*** ফেসবুকে আমাদের ব্লগের পেইজ খোলা হয়েছে। ফেসবুক ব্যবহারকারীরা পেইজটিতে লাইক করলে এর মাধ্যমে আপনারা আমাদের এখানে নতুন কবিতা পোস্ট হওয়ার সাথে সাথেই জানতে পারবেন। ধন্যবাদ। ***

38 thoughts on “কবিতার বিশাল ভান্ডারে আপনাকে স্বাগতম

  1. আপনি অনলাইনে টাকা আয় সম্পর্কে কতটা জানেন?অনলাইনে টাকা আয় করা সবার পক্ষে সম্ভব হয় না।কেউ কেউ আবার এটাকে বিশ্বাসও করতে চায় না।তবে অনলাইনে আয়ের সত্যিকারের ওয়ে গুলো ভালভাবে জানতে ও বুঝতে পারলে অবশ্যই আয় করা সম্ভব।অনলাইনে আয় করা কে খুব সহজভাবে নেয়া উচিত না।এতে ধৈর্য্য ও মানষিক পরিশ্রম সেই সাথে দক্ষতার এক কঠিন পরীক্ষা দিতে হয়।অনলাইনে আয়ের সব থেকে সহজ ওয়ে হচ্ছে ফাইল শেয়ার করে আয় করা।এতে প্রচুর শ্রম দিতে হয়।ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগ সাইটগুলোতে ফ্রেন্ড লিষ্টে প্রচুর ফ্রেন্ড তৈরি করে তাদেরকে লিংক শেয়ার করে আয় করা সম্ভব।তারপর হল এড পাবলিশ করে আয় করা।এটাকে আমি সব থেকে বেশী প্রচন্দ করি।এতেও লিংক বিল্ডিংয়ের উপর দক্ষতা থাকা চাই।তার পর ফ্রিলেন্সার হিসেবে আয় করা।তবে ডোমেইন পার্ক করে আয় করাটা আমার কাছে সব থেকে উপভোগ্য একটি ওয়ে।ধন্যবাদ

  2. সাইটটি সুন্দর হয়েছে।লেখার স্টাইলটাও সুন্দর।ভাষা সহজ সরল ও প্রাঞ্জল্য হওয়ায় সহজে বুঝতে পারছি।সাইটের থিমটিও সুন্দর হয়েছে।লিংকগুলোতে সহজে ব্রাউজিং করা যাচ্ছে।পোষ্টগুলোও অনেক তথ্যে ভরপুর।ভিজিটরদের কাজে আসবে।এরকম তথ্যপূর্ন্য সাইট তৈরির জন্য ব্লগারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।আশা করছি,সাইটটিতে আরো ভাল ভাল এবং তথ্যপূর্ন্য পোষ্ট পাব।সাইটটি বুকমার্ক করে রাখলাম।নিয়মিত ভিজিট করার চেষ্টা করব।আমি নিজেও একজন ভাল মানের ব্লগ রাইটার হওয়ার চেষ্টায় আছি।অনলাইনে আমার নিজের বেশ কয়েকটি সাইট রয়েছে।সেগুলোতে নিয়মিত ব্লগিং করার চেষ্টা করি।ব্লগিং করতে এবং অন্যের ব্লগ ভিজিট করে আরো বেশী বেশী জানতে ভাল লাগে।ভাল একটি ব্লগ পেলে অনেক ভাল লাগে।নিজের ব্লগের পাশাপাশি অন্যের ব্লগে ভিজিট করা ও কমেন্ট করে থাকি।তাছাড়া বাংলা ভাষায় অনলাইনে যারা ব্লগিং করেন,তাদেরকে আমি বেশ গুরূত্ব দিয়ে থাকি।মোট কথা,আমার জ্ঞানের পরিধি খুব অল্প,তাই এই ব্লগের মতো ব্লগগুলোতে ভিজিট করে কিছু শেখার চেষ্টা করি।ভাল কিছু করার চেষ্টায় আছি।বাংলাকে ভালবেসে বাংলায় ব্লগিং করার জন্য আপনাকে পূনরায় ধন্যবাদ জানাচ্ছি।

  3. অনেক অনেক সুন্দর এবং আনলিমিটেড ধন্যবাদ নিশাচর ভাইকে আমাদেরকে এই অসাধারণ ব্লগটি উপহার দেবার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো এবং আশা রইলো, অবশ্যই আপনার এই খাতা থেকে নিয়মিত দারুন দারুন সব কবিতা পড়তে পারব প্রতিদিন। 😉
    আমার ব্লগে ভিসিটের নিমন্ত্রন রইল।
    ১। http://microcmd.wordpress.com – একটি মিক্সিং ব্লগ 😉
    ২। http://lyricshunter.wordpress.com – একটি বাংলা, ইংলিশ, হিন্দি গানের কথার অসম্ভব জনপ্রিয় একটা ব্লগ (lyrics)
    পরিশেষে আরেকবার ধন্যবাদ। 😉

    • এটা রুমানার একার ব্লগ নয়। এটা আমাদের সবার ব্লগ। আর “রুমানার টীম” কথাটা ঠিক নয়। এখানে সবাই নিজের ইচ্ছেমত কবিতা পোস্ট করার স্বাধীনতা পান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

    • অনেক ধন্যবাদ। ব্লগটা যখন তৈরী করেছিলাম তখন জানতাম না যে আজকের এই অবস্থায় আসবে। সবই সম্ভব হয়েছে আপনাদের জন্য। আর আমার যেসব বন্ধু ব্লগটিকে কবিতা পোস্ট করে সমৃদ্ধ করেছেন তাদের সবার প্রতি রইল কৃতজ্ঞতা। আর আমাদের সাথে যোগাযোগ করার সবচেয়ে সহজ উপায় হল আমাদের ফেসবুক পেইজ। 🙂 সরাসরি আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন।

    • আপনি যদি আগ্রহী হোন তবে আমাদের ব্লগে চাইলে প্রিয় কবিতা টি পোস্ট করতে পারেন। আমরা আপনাকে আমাদের ব্লগের লেখক হিসেবে যুক্ত করব। শুভ কামনার জন্য ধন্যবাদ। 🙂

  4. প্রিয় ব্লগার, বাংলা ওয়ার্ডপ্রেসের ব্লগার/লেখকদের নিয়ে তৈরি করা ফেসবুকের এই গ্রুপে আপনাকে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

    https://www.facebook.com/groups/391373174244563/

  5. অনলাইনে এত সুন্দর একটা কবিতার সাইট পাবো তা কল্পনা করি নাই.. কবিতা আমার খুব প্রিয়.. ব্লগটির ডিজাইনটাও অসাধারণ.. এত সুন্দর ব্লগ তৈরীর জন্য অ্যাডমিনকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ.. এখন নিয়মিত এখানে আসবো…

  6. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ‘উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই’ তার রচিত গান কবিতায় ফুটে ওঠে মানুষের মুক্তির কথা। বাংলা ভাষার নতুন পথ রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেন বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।পঁচিশে বৈশাখ, বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ১৮৬১ সালের এই Get more

  7. সম্পাদক,
    সত্যি ভালো লাগল।আমার কিছু কবিতা প্রকাশ করতে চাই যদি ইচ্ছুক থাকুন জানালে অবশ্যই পাঠিয়ে দেব।ভালো লাগলে প্রকাশ করবেন।
    সবিনয়ে ধন্যবাদ।

    ৮ই জানু/২০১৮ সৌরভ সরকার

  8. এখানে আমার কবিতা পোস্ট করতে চাই। কি করতে হবে জানালে খুব খুশি হবো।
    আমার প্রকাশিত কাব্য সংকলনঃ
    • এখন আমি একা
    • জরায়ুজ
    • নিকুচি করেছে কবিতা
    • কবির শেষ পাতা
    • তবু ভালো দুঃখ দিও
    • ঈশ্বর এবার খেটে খা
    • মৃত্যুর জন্য কবিতা দায়ী
    বিকাশ দাস / মুম্বাই

কেমন লাগলো জানান আমাদের