পরিশিষ্ট – হাসান


একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলা
পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া;
নিস্তব্ধ দ্রোহের মায়াজালে
শূন্যতার প্রতিশ্রুতি তুমি
অন্ধকার, চারিদিকে অন্ধকার।

চারুশিল্পের অস্পৃশ্য ছোঁয়ায়
সিক্ত হৃদয় আমার;
ধ্রুপদী নৃত্যের মায়াবি আঘাতে
ঝরে পরছে ছেলেবেলার স্বপ্নগুলো
আর তারি সাথে তুমিও।

তোমায় লেখা শেষ চিঠিটি
সময়ের বিড়ম্বনায় অসমাপ্তই রয়ে গেলো
তাই বিবর্তনের মাঝেও অসম্পূর্ণ আজ
এই ‘আমি’।

14 thoughts on “পরিশিষ্ট – হাসান

  1. পিংব্যাকঃ পরিশিষ্ট – হাসান | প্রিয় কবিতা ব্লগ

  2. নতুন নতুন কবিতা, গল্প ইত্যাদির সম্ভার পেতে ভিজিট করুন osomaptolekha.wordpress.com আমরা কিছু নিবেদিত প্রাণ তরূন চেষ্টা করছি আপনাদের কিছু সৃজনশীল প্রয়াস উপহার দিতে। আশা করি আপনাদের সহায়তায় আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো।

কেমন লাগলো জানান আমাদের