পৃথক পাহাড় – হেলাল হাফিজ


আমি আর কতোটুকু পারি ?

কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,
আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

ওইটুকু নিয়ে তুমি বড় হও,
বড় হতে হতে কিছু নত হও
নত হতে হতে হবে পৃথক পাহাড়,
মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ।

আমি আর কতোটুকু পারি ?
এর বেশি পারেনি মানুষ।

18 thoughts on “পৃথক পাহাড় – হেলাল হাফিজ

  1. Kobita amar monta ke shitol kore shobshomoy. Emon ekti blog er jonne onek dhonnobad. Ekhane amar onek prio kobita khuje peye valo lagche. Aro valo lagto jodi buddhodev basu r ekti kobita petam, kobitatir naam mone nei kintu prothom line ta mone hoy emon ‘shono deho ki premer vasha, bolo deho ki premer basha….’

  2. আমার কাছে বাংলা কবিতায় তিনি নুতুন দিগন্ত। পৃথিবীর সব দেশে নতুনরা আসছে জায়গা করছে পুরনোদের মতই। নতুনরাও স্বীকৃতি পাসছে পুরনোদের মত। কিন্তু আমার মনে হয় আমরা আঁটকে আছি সেই রবীন্দ্র আর নজরুল যুগেই। এ অবস্থার পরিবর্তন কি আসবে না?

কেমন লাগলো জানান আমাদের