ভালবাসার সময় তো নেই – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


rudra mohammad shahidullah

ভালবাসার সময় তো নেই
ব্যস্ত ভীষন কাজে,
হাত রেখো না বুকের গাড় ভাজে।

ঘামের জলে ভিজে সাবাড়
করাল রৌদ্দুরে,
কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে।

কাজের মাঝে দিন কেটে যায়
কাজের কোলাহল
তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল।

নদী আমার বয় না পাশে
স্রোতের দেখা নেই,
আটকে রাখে গেরস্থালির লেই।

তোমার দিকে ফিরবো কখন
বন্দী আমার চোখ
পাহারা দেয় খল সামাজিক নখ।

37 thoughts on “ভালবাসার সময় তো নেই – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  1. তুমি চাইলে ঢাকা শহরে থাকবে না আর জ্যাম,
    তুমি চাইলে ভাল স্বাস্থের তরে শিখাবো তোমায় ব্যাম ।

    তুমি চাইলে সূর্যটা আর হাসবে না মুখ খুলে
    সুন্দর কের সাজাব পথ তুমি আসবে বলে ।

    তুমি চাইলে এনে দিবো ঘরে চাঁদটা হাতে করে
    তুমি চাইলে হাসিনা -খালেদা এক কের দেব ঘরে ।

    তুমি চাইলে করেত পারি সব অসাধ্যকে সাধন
    তুমি চাইলে হতে পারে সব নিয়ম নীতির বদল ।

    তুমি চাইলে করে দিতে পারি সব শিক্ষালয় বন্ধ
    তুমি চাইলে হাটতে পারি দু’চোখ করে বন্ধ।

    তুমি কে… তুমি কে ??/????????????

  2. দেয়ালে টাঙ্গানো যে ঘুড়িটি,
    তা আর উড়বে না আকাশে।
    দেখতে দেখতে সাদা রঙ্গা সে
    ঘুড়িটি হয়ে যাবে ফ্যাকাশে।
    আস্তে আস্তে জমবে ধূলো তাতে,
    এক সময় বার্ধক্যের মত চিড়
    ধরে তা হয়ে যাবে ধ্বংস-নিবিড়;
    এইযে দেখছেন এই ঘুড়িটি,
    তা আর উড়বে না আকাশে।
    কারণ, এ ঘুড়িটি যে উড়াতো
    সে-ই উড়ে গেছে আকাশে।

কেমন লাগলো জানান আমাদের