আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


rudra mohammad shahidullah

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।

ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে।

পুষে রাখে যেমন ঝিনুক , খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে।

ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে।
আমার ভিতরে বাহিরে………

26 thoughts on “আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  1. Ami jar siore roddur ene dibo ble ktha diesilam se adhar k valobese ratri hoese
    Ekhn tar krisno pokkhe isse megh jonaki aloi snan kre othocho ami take taja roddur dite cheyesilm “””vhai a kobeta ta রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ lekha.but kobetar nam jane na aktu bollban.otoba apnar sote a uplode koran….pls pls pls pls]

কেমন লাগলো জানান আমাদের