তুমি – রাজদ্বীপ দত্ত


যখন আঁধারেরা নামে,
তোমার প্রতিক্ষার শোকগাথায়-
তখন আমি অর্ধনিমগ্ন ।
গলা চিপা ঘুপচি আঁধারে
স্মৃতির জাবর কাটি ।
ওই জনাকীর্ণ নিস্তব্ধতায়
তুমি মনে রেখো আমায় ।
আলোময় ওই বিশাল গোলকধাধায় হয়তো হারাবো
কিন্তু তুমি মনে রেখো আমায় ।
আবার যখন নিভে যাবে আলো ;
যখন ওই অলস আলোটাকে-
বুভুক্ষের মতো গিলবে আঁধার
“রাতজাগা পাখি”,
তুমি ভুলে যেয়ো না আমায় ।
যেদিন তোমার মনের চাতক পাখিটা
মুক্ত হয়ে উড়বে,
ওই সাদা মেঘেদের দলে-
তুমি মনে রাখবে তো আমায়!
গুটিয়ে যাচ্ছি প্রতিনিয়ত
শামুকের মতো
হয়তো খোলসবন্দি হবো শীঘ্রই!
সেদিন
তুমি ভুলে যাবে নাতো আমায়?

20 thoughts on “তুমি – রাজদ্বীপ দত্ত

  1. “সাময়িক অনুভুতি”
    মামুন হোসেন বিন্দু
    ব্রিষ্টি পড়ে টাপুর-
    টুপুর
    নাচ্ছো তুমি , নগ্ন পায়ে
    উঠোন
    জুড়ে ,ভেজা গাঁয়ে ।
    দুর-অজানার পথিক আমি
    দেখছি তোমায় , মগ্ন
    হয়ে ।
    ভাবছি একা , ভেজা মনে
    আসবে তুমি , আমার সনে ।
    হাঁটবো দু-জন মেঠো পথে
    গ্রাম হতে দুর
    গ্রামান্তরে ।
    মানবো নাকো কোন
    বাঁধা
    যাবো ,
    ভালবাসার অচিনপুরে ।

    (খশড়া)

  2. ভালেবেস দুজেন েকন এই দুের দুের থাকা,
    েবাঝনা িক হদেয় সপ আঁকা ।
    কােছ এেস ভালেবেসা আপনও কের
    িচরিদন েরখ আমায় ঐ বুেক ধের ।
    জািননা েকন এত আপন হেয়েছা িক কের,
    শধু জািন তুিম আমার যুগ যুগ ধের ।
    জািননা হেব কেব েদখা েতামার আমার,
    কত টুকু ভালবািস তা খুেজ প ইনা
    ভাষা েতামায় েবাঝাবার ।
    তেব িবশাস আেছ আমার েদখা হেব একিদন,
    পৃিথবী েয েগালাকার ।
    আজ েযখােনই থাক তুিম
    সুেখ েথেকা ভাল েথেকা
    এই দুয়া কির আিম ।
    শধু বিল এ টুক,ু হদেয়র বাধন
    েথেক িছেড়া না আমায় ,
    যুগ যুগ ধের আিম ভালবাসেবা েতামায় ।

    • ভালেবেসে দুজেনে কেন এই দূরে দূরে থাকা,
      বোঝনা কি হৃদয়ে মোদের রয়েছে সব আঁকা ।
      কাছে এসে ভালেবেসে আপন মোরে করে
      চিরদিন রেখ আমায় ঐ বুকে ধরে ।
      জানিনা এত ভালোবেসে আপন হেয়েছা কি করে,
      শুধু জানি তুমি রইবে আমার যুগ যুগ ধরে ।
      জানিনা হবে কবে গো শুধু দেখা তোমার আমার,
      ভালবাসি কতো তা পাইনা খুঁজে
      ভাষা বোঝাবার ।
      তবে বিশাস করি আমি করি দেখা হবে একদিন,
      পৃথিবী যে গোলাকার ।
      আজ যেখানেই থাক তুমি
      সুখ শান্তি সুস্থ্য থেকো ভাল থেকো আর
      এই টুকু হদয়ের আশ
      থাকি নাই থাকি, প্রেম জেগে থাক জেগে থাক জীবনের রাশ।
      আমি ভালবাসবো তোমায় যুগ যুগ ধরে রেখে যাবো ভালোবাসা অনুপম করে।

  3. ওচেনা একটি চোখ তাকিয়ে থাকে তোমার দিকে ..
    হয়তবা সেই চোখ বলতে চায় কিছু কথা যা বলা হয়নি আগে..
    হয়তবা সেই না বলা কথাগুলো আর বলা হবে না তোমাকে..
    হয়তবা হাতরিয়ে বেরাই তোমাকে হাজার রমনির ভিড়ে ..
    হয়তবা এত দিনে তুমি অন্নের হয়ে যাবে ..
    হয়তবা তোমার কথা ভেবে কাদবো সারারাত আমি..
    হয়তবা সে কথা আজিবন রযে যাবে তোমার অগোচোরে..
    হয়তবা কোনোদিন তোমার সামনে অসাধারন হয়ে উঠতে পারবো না আমি..
    হয়তবা তোমার সামনে দাড়িয়ে তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে পারবো না আমি..
    হয়তবা সেদিন আসবে যেদিন খুজবে তুমি আমায়…
    হয়তবা সেদিন আমাকে পেতে পার সাদা কাপরে মোরানো কোনো এক কফিনে….

  4. “মেঠো পথে নিঃসঙ্গতা” – ফারিদ আহমেদ।

    রাতের ধূসর জ্যোস্নায় গাঁয়ের মেঠো পথে নিঃসঙ্গ পথচলা,
    পুলে দাড়িয়ে চাঁদ আর তারাদের সাথে মনে মনে কথা বলা;
    শিল্পের অস্পর্শি ছায়ার মত তুমি দাড়িয়ে থাকো রোজ একলা…
    তাই তো মাঝে মাঝে জ্যোস্নার আকাশ দেখতে যাই পাড়া-গাঁয়;
    যে নিস্তব্ধ পাড়া-গাঁয় আগুনের ফুল্কির দেখা মেলে শূন্যতায়,
    আবার কখনও মেঘ চাঁদ’কে ঢেকে চারদিকে অন্ধকার ছড়ায়–
    সে অন্ধকার পথে ছেলেবেলার স্বপ্নগুলো ঝরে পরে আছে সেথায়…!!

কেমন লাগলো জানান আমাদের