তুই কি আমার দুঃখ হবি – আনিসুল হক


তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউলAnisul Haque
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া।
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
তুই কি আমার দুঃখ হবি?

তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা
কেমন যেন বিষাদ হবি।

তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
নরম হাতের ছোঁয়া হবি?
একটুখানি কষ্ট দিবি।
নিজের ঠোট কামড়ে ধরা রোদন হবি?
একটুখানি কষ্ট দিবি।
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি?
একটুখানি কষ্ট দিবি।

তুই কি একা আমার হবি?
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি?

86 thoughts on “তুই কি আমার দুঃখ হবি – আনিসুল হক

  1. Sundor lekha kobi…
    Tumio amar moto bodhhoi ratrir premik….ei line gulo tmr jonne roilo
    হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে
    আকাশ পানে ঁচাদ মুচকি হাসে
    আধার যখন গভীর হতে চায়
    সময় যখন এমনি বয়ে যায়
    নিজের ঘরে নিভিয়ে বাতি
    রাত্রি আমি তোমার সাথী

    সকাল আবার হবে জানি কাল
    পূবের আকাশ করবে জানি লাল
    সেই আকাশে নেই যে কিন্তু ঁচাদ
    সেই আকাশে নেই রে মায়ার ঁফাদ
    দিনকে যখন সবাই ভালোবাসে
    রাত্রি আমি থাকবো তোমার পাশে
    নিজের ঘরের নিভিয়ে বাতি
    রাত্রি আমি থাকবো তোমার সাথী

    রাত্রি বেলা স্ব্প্ন দেখি আমি
    রাত্রি বেলা আধার জলে নামি
    রাত্রি বেলা বাহির পানে চাই
    রাত্রি বেলা তেপান্তরে যাই
    রাত্রি বেলা মরমে বাজে গান
    রাত্রি বেলা রক্তে আসে বান
    রাত্রি তুমি মন চাষীদের ক্ষামার
    রাত্রি তুমি আমার শুধু আমার

    দিনকে যখন সবাই ভালোবাসে
    রাত্রি আমি থাকবো তোমার পাশে
    নিজের ঘরের নিভিয়ে বাতি
    রাত্রি আমি থাকবো তোমার সাথী

  2. Sundor lekha kobi…tmio bodhhi amar motoi ratrir premik
    tmr jonne ei line gulo
    হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে
    আকাশ পানে ঁচাদ মুচকি হাসে
    আধার যখন গভীর হতে চায়
    সময় যখন এমনি বয়ে যায়
    নিজের ঘরে নিভিয়ে বাতি
    রাত্রি আমি তোমার সাথী

    সকাল আবার হবে জানি কাল
    পূবের আকাশ করবে জানি লাল
    সেই আকাশে নেই যে কিন্তু ঁচাদ
    সেই আকাশে নেই রে মায়ার ঁফাদ
    দিনকে যখন সবাই ভালোবাসে
    রাত্রি আমি থাকবো তোমার পাশে
    নিজের ঘরের নিভিয়ে বাতি
    রাত্রি আমি থাকবো তোমার সাথী

    রাত্রি বেলা স্ব্প্ন দেখি আমি
    রাত্রি বেলা আধার জলে নামি
    রাত্রি বেলা বাহির পানে চাই
    রাত্রি বেলা তেপান্তরে যাই
    রাত্রি বেলা মরমে বাজে গান
    রাত্রি বেলা রক্তে আসে বান
    রাত্রি তুমি মন চাষীদের ক্ষামার
    রাত্রি তুমি আমার শুধু আমার

    দিনকে যখন সবাই ভালোবাসে
    রাত্রি আমি থাকবো তোমার পাশে
    নিজের ঘরের নিভিয়ে বাতি
    রাত্রি আমি থাকবো তোমার সাথী

  3. যদি কখনও আমি ভোরের শিশিরের মত ঝরে পড়ি প্রতিদিন,
    সেদিনও কি তুমি থাকবে আমার সাথে-
    রাখবে কি তোমার তুলির মত পা শিশির ভেজা ঘাসে ।
    যদি কোনদিন আমি মিশে যাই ঐ গোধূলির লগ্নে,
    তুমি থাকবে কি আমার ফিরে আসার আপেক্ষায় ।
    যদি কোনদিন হারিয়ে যাই কথার নদী হয়ে,
    বাধবে কি সুর নতুন করে সে কথা কুড়িয়ে ।
    যদি আবার জন্ম নিই নতুন করে তোমাতে,
    শান্তির প্রতিক করে পাইরা হিসেবে দেবেকি উড়িয়ে ।
    যদি আবার ফিরে আসি ভোরের দোয়েল ডাকে ,
    ভাঙ্গবে তোমার ঘুম সে ডাকের নরম আবেশে ।
    যদি কখনও আমি মিশে যাই রাতের নিরবতায়,
    মাখবে কি সে নিরাবতা খুব যতনে তোমার সারা গায় ।
    যদি হয়ে আসি কখনও ভোরের শান্ত হৃদয় দোলানো বাতাস,
    তখনও কি দেখবে দুরের আকাশ নিয়ে হৃদয়ের হতাশ ।
    যদি হয়ে যাই কখনও চৌত্রের রোদে ফেঁটে আহাকার করা মাটি,
    সেদিন দেবেকি আমায় জল ভিক্ষে, দেখে আমার আকুতি ।
    যদি কখনও হারিয়ে যাই শীতের ভোরে কুয়াশার চাদরে,
    সেদিনও কি খুজবে আমায় তুমি গুটি গুটি পায়ে ।
    যদি আমি হারিয়ে যাই কখনও গভীর সমূদ্রে
    সেদিনও কি খুজবে আমায় ঢেউয়ের আলেয়া হয়ে ।

  4. darrun laglo amr ei kobita ta… onek kichu purono kotha mone pore gelo abr notun kore.. 🙂
    ei kotha gulo amr vishon chena chilo kono 1 somoy. 🙂
    thanks ato sundor 1ta kobita amader moto pathok der upohar deoar jnno 🙂

  5. পিংব্যাকঃ সময়ের হাতছানি

  6. পিংব্যাকঃ সময়ের হাতছানি

  7. পিংব্যাকঃ তুই কি আমার দুঃখ হবি – আনিসুল হক | সময়ের হাতছানি

  8. কবিতার খাতা, পেজ টা খুব পছন্দ করেছি। এত সুন্দর কবিতা গুলোকে হলুদ, আকাশী অথবা যেকোন হালকা রঙ দিয়ে না লিখলে আরও ভাল হত। পাঠক কে বুঝতে একটু অসুবিধা হয়েছে। কবিতার খাতার সফলতা কামনা করি।

  9. আমি খুব বেশি যে কবিতা পড়ি সেটা নয়… আর এভাবে online এ তো একদমই নয়.. আজ প্রথম বারই বলা চলে.. জয় গোস্বামী, রবি. রবীন্দ্রনাথ আর নাসরিন এর বই কয়েকটা রয়েছে. তবে এটা খুব ভালো লাগলো 🙂 👌💓

কেমন লাগলো জানান আমাদের